ভূগোল থেকে আরো প্রশ্ন

Show Important Question


121) হিমবাহ উপত্যকার আকৃতি যে ধরণের হয় তা হল –
A) Lআকৃতি
B) V আকৃতি
C) I আকৃতি
D) U আকৃতি

122) লিংসিলা ও ইউললা গিরিপথ কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করেছে ?
A) ভুটান ও তিব্বত
B) অরুণাচল প্রদেশ ও তিব্বত
C) সিকিম ও তিব্বত
D) উত্তরপ্রদেশ ও তিব্বত

123) ‘প্রাচ্যের ডান্ডি’ কোন শহরকে বলা হয় ?
A) ঢাকা
B) শ্রীহট্ট
C) রাজসাহী
D) নারায়ণগঞ্জ

124) হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A) মুসী নদীর তীরে
B) যমুনা নদীর তীরে
C) গঙ্গা নদীর তীরে
D) কৃষ্ণা নদীর তীরে

125) গঙ্গানদী ভারতীয় নদী বাহিত জলের কত শতাংশ বহন করে ?
A) ৫০%
B) ২০%
C) ২৫%
D) ৪০%

126) কোন বছর রেলওয়ে বোর্ড স্থাপিত হয়েছিল?
A) 1905
B) 1919
C) 1935
D) 1947

127) সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয়?
A) মংপু ও মুসুং
B) দার্জিলিং
C) কালিম্পং
D) বক্সার

128) লাক্ষাদ্বীপ কি দ্বারা গঠিত?
A) নিমজ্জিত পর্বত
B) প্রবাল
C) লবনাক্ত জলাভূমি
D) মৃত আগ্নেয়গিরি

129) ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল
A) মহারাষ্ট্র
B) পাঞ্জাব
C) গুজরাট
D) তামিলনাড়ু

130) __ ও __ এর মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত
A) বিপাশা ও ইরাবতী নদী
B) বিপাশা ও শতদ্রু নদী
C) বিপাশা ও চন্দ্রভাগা নদী
D) ওপরের কোনোটিই নয়

131) অগ্ন্যুৎপাত, আগ্নেয়চ্ছ্বাস প্রভৃতি কোন স্তর থেকে সংগঠিত হয় ?
A) নিম্ন গুরুমন্ডল
B) আস্থেনোস্ফিয়ার
C) কেন্দ্রমন্ডল
D) শিলামন্ডল

132) জম্মু কাশ্মীর অঞ্চলের অন্যতম গিরিপথ টি হল-
A) বরা লেপচা লা
B) বানিহাল
C) রোটাং পাস
D) জিলেপ -লা

133) ভারতের প্রাচীন তম তৈলখনিটির নাম কি ?
A) অসমের নাহারকাটিয়া
B) অসমের ডিগবয়
C) ত্রিপুরার বড়মুড়া
D) অরুনাচল প্রদেশের খারসুং

134) শিলা গঠনকারী প্রধান খনিজের সংখ্যা
A)
B) ১০
C) ১১
D) ১৫

135) দড়ির মত পাকানো লাভা প্রবাহ কে বলে –
A) আ – আ
B) পা হো হ
C) থলয়েড
D) টিউমুলি

136) কার্ডিনাল পয়েন্ট কি ?
A) দুটি মেরুর দিক
B) একটি মেরুর দিক
C) একটি ম্যাপের চারদিকের কোণ
D) একটি কম্পাসের চারটি প্রধান দিক

137) অক্ষতলের অবস্থান অনুযায়ী ভাঁজের উদাহরন হল –
A) প্লাঞ্জ ভাঁজ
B) শায়িত ভাঁজ
C) মুক্ত ভাঁজ
D) বাক্সভাঁজ

138) পৃথিবীর সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট দ্বীপ কোনটি ?
A) মাদাগাস্কার
B) আইসল্যান্ড
C) ইংল্যান্ড
D) জাভা

139) কোন স্তরকে সোলাম বলে ?
A) “O” স্তর কে
B) “C” স্তর কে
C) “B” এবং “O”স্তর কে
D) “A” এবং ”B” স্তর কে

140) জলমগ্ন এলাকায় অক্সিজেনের অভাবে নিম্নের কোন প্রক্রিয়া কার্যকরী হয় ?
A) গ্লেইজেশন
B) হিঊমিডিকেশন
C) ল্যাটেরাইজেশন
D) ইলুভিয়েশন